Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

রাজধানীতে মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা রাজধানী

রাজধানীতে মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে লামিয়া সুপার মশার কয়েল প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এ সময় উপস্থিত ছিলেন, প্রসিকিউটর এ এন এম ফরহাদ হোসেন, অফিসার খালিদ হোসেন, ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ।  

সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটি লাইসেন্সবিহীন মশার কয়েল উৎপাদন করে বিভিন্ন নামে যেমন- তুলসী পাতা, নিমপাতা, সুপার কিং, এশিয়া কিং লামিয়া সুপার মশার কয়েল  বাজারজাত করে আসছে। এসময় সকলের উপস্থিতিতে কারখানার এক ট্রাক মাল জব্দ করে বিএসটিআই অফিসে নিয়ে যাওয়া হয়। এবং দুটি  গোডাউন সিলগালা করে দেয়া হয়।  

বিএসটিআই এর ফিল্ড অফিসার সিকান্দার বলেন, মালামাল জব্দ করা হয়েছে, এরপরও যদি এই প্রতিষ্ঠানের মালিক শামসুদ্দিন লাইসেন্সবিহীন কোন পণ্য উৎপাদন বা বাজারজাত করে সে ক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।