Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

বিএসটিআই চট্টগ্রাম অফিসের অভিযানে ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চট্টগ্রাম

বিএসটিআই চট্টগ্রাম অফিসের অভিযানে ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

বিএসটিআই চট্টগ্রাম অফিসের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় ও সীতাকুণ্ড উপজেলায় ২৫ নভেম্বর একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে চট্টগ্রামের আকবরশাহ্ এলাকায় আকবর মাওলা এন্টারপ্রাইজ বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত মশার কয়েল উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় এবং  ড্রীমষ্টীল রি-রোলিং মিলস লিমিটেড ‘ষ্টীল ফর দি রিএনফোরসমেন্ট অব কনক্রিট (এমএস রড) উৎপাদন, বিক্রি বাজারজাত করায় তাদের বিরুদ্ধে আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

একই সাথে সীতাকুণ্ড উপজেলায় অমলেন্দু সেন   সুইটস, বিসমিল্লাহ হোটেল, সৌদিয়া হোটেল এন্ড বিরানি হাউজ, কনিকা হোটেল এন্ড সুইটমিট বিএসটিআই এর সিএম সনদ ব্যতীত অবৈধভাবে ফারমেন্টেড মিল্ক (দধি) উৎপাদন ও বিক্রি বাজারজাত করায় ও বার আউলিয়া  সাগর বেকারী বেকারী পণ্য উৎপাদন ও বাজারজাত করায় এই ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়।