Opu Hasnat

আজ ১৬ জুন রবিবার ২০২৪,

মুকসুদপুরে ৫ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় আটক ২ নারী ও শিশুগোপালগঞ্জ

মুকসুদপুরে ৫ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় আটক ২

গোপালগঞ্জের মুকসুদপুরে পাঁচ বছরের এক শিশু কণ্যকে ধর্ষন চেস্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো মুকসুদপুর উপজেলার পৌরসভার চন্ডিবর্দী গ্রামের মৃত নাজির শেখের ছেলে জাফর শেখ (৬২) ও ভাড়াটিয়া খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা মৃত ইজাহার শেখের ছেলে লুৎফর শেখ (৬০)। বৃহস্পতিবার (১৫ অক্টোম্বর) সন্ধ্যায় চন্ডিবরদী গ্রামে এ ঘটনা ঘটেছে । 

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী নগরকান্দা উপজেলা চরযোশরদী গ্রামের লিউজা বেগম চন্ডিবরদী গ্রামে ভাড়া বাসায় থাকে। ওই চন্ডিবরদী গ্রামের জাফর ও খুলনা ডুমুরিয়া এলাকার ভাড়াটিয়া লুৎফর একই বাসায় ভাড়া থাকে। সে সুবাধে গতকাল সন্ধ্যায় তার শিশু কন্যাকে তাদের ঘরে ডেকে নিয়ে পরনের প্যান্ট খুলে ধর্ষনের চেষ্টা করলে মেয়েটি বাসায় এসে ঘটনা বলায় শিশুর মা থানায় অভিযোগ করেন। 

মুকসুদপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, শিশুটির মুখের কথা গুলো শুনে আমারা অভিযোগের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করি। মুকসুদপুর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে তার মা লিউজা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে, আমরা আজ বেলা দেড়টায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে মামলার প্রস্তুতি নিচ্ছি।