Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

গাইবান্ধায় শিশু হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন গাইবান্ধা

গাইবান্ধায় শিশু হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিশু হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ জনকে গাইবান্ধায় যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের বাসিন্দা মাহফুজার রহমান, মফিদুল ইসলাম ও সালদার রহমান।

গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফিক জানান, ২০১৪ সালের ২১ জানুয়ারি দণ্ডপ্রাপ্তরা একই গ্রামের বাসিন্দা মেজবাউল তিন বছরের শিশুপুত্র রাফসান সামিকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে।  ঘটনা জানাজানি হলে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে বস্তায় ভরে পাশের বাড়ির খড়ের নিচে লুকিয়ে রাখে।  খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে এলাকাবাসী। 

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে এস আই মিজানুর রহমান আসামিদের গ্রেপ্তার করেন।  দীর্ঘ তদন্তের পর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।