গাইবান্ধায় ২ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার গাইবান্ধা / 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলাকাটা ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ঘুঘাগাড়া ও খামার পাড়া এলাকা থেকে পৃথক মরদেহ দুটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, উপজেলার শালমারা ইউনিয়নের ঘুঘাগাড়া নামকস্থানে রেল লাইনের পাশে গলাকাটা অজ্ঞাত একটি মরদেহ (৩৫) দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বোনারপাড়া জিআরপি থানা পুলিশ।
দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর মরদেহ রেল লাইনের পাশে ফেলে রেখে যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, উপজেলার খামার পাড়া এলাকা থেকে বিপ্লব মিয়া (২৫) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিপ্লব খামার পাড়া গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএকেএম মেহেদী হাসান জানান, উপজেলার খামার পাড়া এলাকার একটি সেচমেশিন ঘরে বিপ্লবের মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা।
দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।