Opu Hasnat

আজ ১৪ জুলাই রবিবার ২০২৪,

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ হবিগঞ্জ

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্য একজন ট্রাক চালকও।

এ ঘটনায় মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ট্রাকের বডি কেটে নিহতদের মরদেহ উদ্ধার করে।

শনিবার ভোররাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌছাক নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত হেলপার ও ঘুমন্ত ট্রাক চালকের নাম পরিচয় জানা যায়নি।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভোররাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই হেলপার ও ট্রাকচালক নিহত হয়েছেন। অন্য ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।