Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বরিশাল

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালের কাশিপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় কাশিপুর বাজারসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিপুর এলাকার বাসিন্দা মিজান জোমদ্দারের ছেলে হাসেম (৪০) ও এয়ারপোর্ট থানাধীন এলাকার আব্দুল রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাশিপুরে একটি প্রাইভেটকার সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুজন আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।