Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

বঙ্গবন্ধুর খুনীদের বিচার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার : গণপূর্তমন্ত্রী পিরোজপুর

বঙ্গবন্ধুর খুনীদের বিচার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার : গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর খুনীদের বিচার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।

শুক্রবার পিরোজপুরের স্বরূপকাঠীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

শ ম রেজাউল করিম বলেন, ১৯৭১, ১৯৭৫ এবং ২০০৪ সালের ২১ আগস্টের খুনীরা একই শ্রেণির। তাদের লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করা। এই খুনীরা যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্ত্রী ওই অনুষ্ঠানে জানান, প্রতিক্রিয়াশীলরা যাতে এদেশে ৩০ লাখ শহীদের স্বপ্নকে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে এবং ২ লাখ সম্ভ্রম হারানো মা-বোনের আর্তনাদকে বিদ্রুপ করতে না পারে, সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।

স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।