Opu Hasnat

আজ ১ ডিসেম্বর বুধবার ২০২১,

যমুনায় নৌকাডুবি : নিখোঁজ ৫, উদ্ধার ২২ জামালপুর

যমুনায় নৌকাডুবি : নিখোঁজ ৫, উদ্ধার ২২

ভিজিএফ এর চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে ২৭ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা এ পর্যন্ত ২২ যাত্রীকে জীবিত উদ্ধার হয়েছে। এ ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছে।

বুধবার রাত ৮টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জের ফুটানি বাজার ঘাট থেকে চর হালকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে চিনার চর এলাকায় পৌঁছলে বৈরী আবহাওয়ার কারণে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর উদ্দিন জানান, নৌকাডুবির খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফুটানি বাজার নৌঘাটে রাত ১১টায় উদ্ধার অভিযান শুরু হয়। ১৬ জনকে রাতে উদ্ধার করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে রাত ১টায় উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকালে আরো ৬ জনকে উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, প্রচন্ড বাতাস ও তীব্র ঢেউয়ে ২৭ জন যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবে যায় যাত্রীবাহী নৌকাটি। স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২২ জনকে উদ্ধার করেছে। ৫ জন এখনো নিখোঁজ রয়েছেন।