Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

রিফাত হত্যা : আদালতে মিন্নির স্বীকারোক্তিমুলক জবানবন্দি বরগুনা

রিফাত হত্যা : আদালতে মিন্নির স্বীকারোক্তিমুলক জবানবন্দি

বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি এই হত্যাকাণ্ড বিষয়ে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।  

আজ (১৯ জুলাই) বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর বিশেষ আদালতে তাকে হাজির করা হয়। এ সময় তিনি আদালতের কাছে জবানবন্দি দেন।   

মিন্নি এ মামলায় গ্রেপ্তার হয়ে পাঁচ দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ডের তৃতীয় দিন শুক্রবার (১৯ জুলাই) জবানবন্দি দিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, মিন্নি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাকে বিকেলে আদালতে হাজির করা হয়। আদালত ১৬৪ ধারায় মিন্নির জবানবন্দি রেকর্ড করেন। রিফাত হত্যায় মিন্নি জড়িত থাকার কথা স্বীকার করেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘মিন্নি তার বক্তব্য আদালতে পেশ করেছেন।’ 

বিকেল ৫টার দিকে মিন্নিকে বিশেষ আদালতে হাজির করা হয়। জবানবন্দি রেকর্ড করার পর আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে আদালত থেকে জেল হাজতে পাঠানো হয়। 

মিন্নি মামলার ১নং সাক্ষী ছিলেন। মঙ্গলবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনে ডেকে আনার পর রাত ৯টায় গ্রেপ্তার দেখায় পুলিশ। 

বুধবার মিন্নিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।