বালিয়াকান্দির আকবর মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভুত রাজবাড়ী / 
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীরামপুর বাজারে রবিবার সন্ধ্যায় আকবর মার্কেটে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভুত হয়েছে।
দ্বিতল ভবনের মালিক আকবর হোসেন জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আকবর মাকেটে রবিবার সন্ধ্যার দিকে আগুন লেগে যায়। এতে নিচ তলায় থাকা হলুদের গোডাউনের ৫শত মন হলুদ, খালি বস্তাসহ অন্যান্যে মালামাল পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষনিক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন।