রাজবাড়ীতে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন রাজবাড়ী / 
রবিবার সকালে রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের নব-নির্মিত ভবনের উদ্ভোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের নব-নির্মিত ভবনের উদ্ভোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ খসরু মিয়া, এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রæতি বাস্তবায়ন সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান, ২য় শস্য বহুমুখী প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান, রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শ্রী নিবাশ দেবনাথ,রাজবাড়ী ওয়ার্কাস পার্টির সভাপতি জোত্যি শংকর ঝন্টু প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা অরুন কুমার বিশ্বাস এবং আবুল হোসেন।
জানাগেছে, ২য় শস্য বহুমুখী করন প্রকল্প ( এসসিডিপি) এর অর্থ্যায়নে ১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে এ ভবনটি।
প্রধান অতিথির বক্তৃতায় কাজী কেরামত আলী বলেন কৃষকরাই আমাদের জন্য রোগে পুরে ঘেমে খাদ্য দ্রব্য তৈরি করে। আমরা যখন রাস্তার পাশ দিয়ে যাই চারি দিকে যে সবুজ সোন্দর্য দেখতে পাই এ সব কৃষকদের কষ্টের ফসল। কৃষকদের সম্মান করতে হতে আগে যে জমিতে ১ মন ধান হতো বর্তমানে সে জমিতে ৪০ মন ধান হয়। কারন সময় মতো কৃষি উপকরন প্রাপ্তি বর্তমানে কোথাও কৃষিতে কোন ঘাটতি নেই কৃষক সময় মতো সার পাচ্ছে কিট নাশক পাচ্ছে। বিগত সরকারের আমলে কিন্তুু এর কিছুই কৃষক পায়নি।
কাজী কেরামত আলী আরো বলেন নতুন ভবনে বসে কৃষকদের ভালো পরামর্শ দিতে হবে যাতে কৃষকরা আরো বেশি বেশি ফসল উৎপাদন করতে পারে।