Opu Hasnat

আজ ১৩ জুন শুক্রবার ২০২৫,

স্কুল ছাত্রী রিজিয়াকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নারী ও শিশুরাজবাড়ী

স্কুল ছাত্রী রিজিয়াকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

গত ৫জুন রাতে রাজবাড়ী জেলা সদরের আলীপুর গ্রামে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে দশম শ্রেণীর ছাত্রী ও গৃহবধু রিজিয়া বেগমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টন্ত মূলক শাস্তির দাবীতে ফুসে উঠেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী ও রিজিয়ার সহপাঠিরা সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করার পাশাপাশি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

জেলা সদরের মুকনদিয়া উচ্চ বিদ্যালয়ের সমানের সড়কে বেলা সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত পালন করা হয় ওই কর্মসূচী। কর্মসূচী চলাকালে জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিন সেখ, মুকনদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, রিজিয়ার বৃদ্ধ নানা ফজের আলী, চাচা আব্দুল জব্বার, দাদা আকবর আলী, স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম মিলন, নুরুল আসলাম মোল্লা, আব্দুর রশিদ সেখ, সহপাঠি পিয়া খাতুন, মানিক হাওলাদার, শাকিব আহম্মেদ প্রমুখ বক্তৃতা। সঞ্চলনা করেন, মুকনদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমজাদ হোসেন। বক্তারা এ সময় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানান।