Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

জামালপুরে হাতির আক্রমনে দুই গ্রামবাসী নিহত জামালপুর

জামালপুরে হাতির আক্রমনে দুই গ্রামবাসী নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বন্যহাতির আক্রমনে দুই গ্রামবাসী নিহত হয়েছেন। 

মঙ্গলবার রাতে ৫০ থেকে ৬০টি ভারতীয় বন্যহাতি স্থানীয় বাসিন্দাদের বাড়ি ঘর ও ফসলি জমিতে হামলা চালায়। এসময় হাজার হাজার বাসিন্দারা একত্র হয়ে হাতির দলতে প্রতিরোধ শুরু করে। হাতির দলের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া আজ বুধবার বিকাল পর্যন্ত চলে। এতে দু'জন নিহত হন। এসময় প্রায় একশ' একর জমির ফসলও নষ্ট করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত থেকে বন্যহাতির তা-ব শুরু করে। হাতির পালের কবল থেকে ফসল বাঁচাতে বন্যহাতির সঙ্গে এলাকার বাসিন্দাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত হাতির সঙ্গে বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় হাতির শুঁড়ে ধরা পরে স্থানীয় দুই ব্যক্তি মারা যান। নিহতরা হলেন, পাথরের চর গ্রামের আব্দুল লতিফ (৬০) ও জহুরুল (৬৫)।

 হাতির তা-বে এলাকার পাট, কচু ও তিল ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

জামালপুর জেলা প্রশাসক সাহাবুদ্দিন খানের বরাদ্দ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে জানা গেছে। এলাকায় কয়েক হাজার মানুষ ঢাল, সুরকি ও মশাল নিয়ে হাতির মোকাবেলা করতে প্রস্তুত  রয়েছে। আর এলাকায় অতিরিক্ত বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।