Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পাবনায় নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা পাবনা

পাবনায় নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা

পাবনা সদর উপজেলার আফুরিয়ায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আজমল হোসেন খানের নেতৃত্বে আফুরিয়া পূর্বপাড়া এলাকার মানিক হোসেনের মালিকানাধীন মানিক অ্যান্ড ব্রাদার্স নামের পলিথিন কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক মানিক হোসেন ও শ্রমিকরা পালিয়ে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার রায়হানা ইসলাম ঘটনাস্থলে গিয়ে কারখানাটি সিলগালা করে দেন

এই বিভাগের অন্যান্য খবর