Opu Hasnat

আজ ১৩ জুন শুক্রবার ২০২৫,

‘আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য মাদক-ই যথেষ্ট’ নোয়াখালী

‘আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য মাদক-ই যথেষ্ট’

নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ১০টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এক মানববন্ধন ও র‌্যালি করা হয়েছে। পরে জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ কবির, মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক জাকির হোসেন ভূঁঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম এবং উন্মূক্ত আলোচক হিসেবে সাংবাদিক গাজী রুবেল ও প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরান বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।  

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য মাদক-ই যথেষ্ট , ফেসবুক এর মাধ্যমেও অনেকেই মাদকাসক্তের দিকে ধাবিত হচ্ছে। এই মাদকদ্রব্যের অপব্যবহার রোধে জনগনকে সচেতন হতে হবে, ধর্মীয় মুল্যবোধ, সাংস্কৃতিক ও খেলাধূলাকে মূল্যায়ন করতে হবে। অন্যান্য বক্তারা আরো বলেন সিগারেট থেকে নেশা শুরু করলেও মাদকের প্রতি আসক্তি ধীরে ধীরে শুরু হয়। বেশির ভাগই শুরু হয় বন্ধু-বান্ধবদের সহচর্যে। এ সুযোগে মাদক ব্যবসায়ী, সংঘবদ্ধ অপরাধী চক্র খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা কাজে তাদের ব্যবহার করতে থাকে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্দোলনে সকলকে জোরদার ভূমিকা রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত দেশ গঠন করা যেতে পারে । তবে এক্ষেত্রে পরিবারের ভূমিকাই সবচেয়ে বেশি তবে সচেতনতার কোনো বিকল্প নেই, আমাদের এই সচেতনতা এবং সহযোগিতা যুবসমাজকে যুবশক্তিতে পরিণত করবে। পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।