Opu Hasnat

আজ ৫ জুলাই রবিবার ২০২০,

বাংলাদেশসহ নয়টি দেশে মুক্তি পাবে অগ্নি-২ বিনোদন

বাংলাদেশসহ নয়টি দেশে মুক্তি পাবে অগ্নি-২

রোমান্টিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র 'অগ্নি-২ ডাবিং করে 'বাংলা ছাড়াও  আরো তিন ভাষায় নয়টি দেশে মুক্তি পাবে । সম্প্রতি বাংলার পাশাপাশি মান্দারিন (চাইনিজ) ও মালয় ভাষায় ছবির ডাবিং চলছে। এছাড়াও ইংরেজি সাবটাইটেল থাকবে ছবিতে। ২০১৪ সালে ‘অগ্নি’ ছবি তৈরি করা হয়। ছবিটির সাফল্য দেখেই এর সিক্যুয়েল নির্মাণ করেছে নির্মাতারা।

বাংলাদেশসহ ভারত, চীন, হংকং, মালয়েশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি ও যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাবে। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে।

স্বজন হারানো এক নারীর জীবন সংগ্রাম ও প্রতিশোধ স্পৃহার গল্প নিয়ে নির্মিত হয়েছিল অগ্নি। এতে মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছেন আরেফিন শুভ। এ ছবির সাফল্যের সুবাদে 'অগ্নি-২' নির্মাণ করা হয়েছে। ‘অগ্নি-২’ এ অভিনয় করেছেন মাহিয়া মাহি ও কলকাতার ওম।