Opu Hasnat

আজ ১৪ জুলাই রবিবার ২০২৪,

পাহাড় ধসে বান্দরবান শহরে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু বান্দরবান

পাহাড় ধসে  বান্দরবান শহরে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু

পাহাড় ধসে  বান্দরবান শহরের বনরুপা পাড়া এলাকায় একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ সময় মাটি চাঁপা পড়েছে অন্তত আরো পাঁচজন। তবে প্রাথমিকভাবেভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলিফ (১১) ও তার বোন মিম (৮)।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে হঠাৎ করে বিকট শব্দে পাহাড়ের টিলায় থাকা কয়েকটি বসতঘরসহ আশপাশের প্রায় ৫/৬টি বাড়ি ধসে পড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। মাটির নিচে অন্তত পাঁচজন ব্যক্তি চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দমকলবাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বান্দরবান পৌরসভার কাউন্সিলর সৌরভ দাশ শেখর জানান, ঘটনাস্থল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে অন্তত পাঁচজন ব্যক্তি মাটি চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

শুক্রবার ভোররাতে শহরের বনরুপা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বান্দরবান সদর থানার ওসি আমির হোসেন।