Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

বিদ্যুতের দাবীতে ছাতক সিমেন্ট কারখানা ঘেরাও করেছে সাধারণ শ্রমিকরা সুনামগঞ্জ

বিদ্যুতের দাবীতে ছাতক সিমেন্ট কারখানা ঘেরাও করেছে সাধারণ শ্রমিকরা

ছাতক সিমেন্ট কারখানায় ৮ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট বিকল হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে সিমেন্ট উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদন বন্ধ থাকায় এবং এক সপ্তাহের অধিক সময় গোটা সিমেন্ট কারখানা বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে থাকায় কারখানার শ্রমিক কর্মকর্তা কর্মচারীগনের বাসা বাড়ীতে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন শ্রমিক কর্মকর্তা কর্মচারীগনের পোষ্য শিশু, রোগী ও ছাত্র-ছাত্রীরা। কারখানা কর্তৃপক্ষের অবহেলা ও অনিয়ম দুর্নীতি এবং দায়িত্বহীনতা কে দায়ী করে বৃহস্পতিবার দুপুর ১২ টায় প্রায় ঘন্টা ব্যাপী কারখানার জেনারেল অফিস ঘেরাও করে রাখেন শ্রমিক কর্মচারীরা। বিকাল ৫ টার ভিতরে বিদ্যুৎ সমস্যার সমাধান ও কারখানার সিমেন্ট উৎপাদন চালুর দাবীতে আলটিমেটাম দিয়ে ঘেরাও কর্মসূচীতে অংশ গ্রহন করেন শ্রমিক ইউনিয়ন ১৬৬২ সভাপতি খছরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, শ্রমিক ইউনিয়ন বি-৮০ এর সাধারণ সম্পাদক নাজির আহমদ, সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাধারণ শ্রমিক জাকির হোসেন, কুমারেশ, শহীদুল ইসলাম, কবিবুল হক, মফিজুর রহমান শাহীন,  এনামুল হক, মাখন লাল দাস, লোকমান হোসেন, শাহ মোহাম্মদ একলু মিয়া, শাহ মোহাম্মদ ছদরুর আলম লিটন, কৃপেশ দাস প্রমুখ। কারখানার ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচীতে অংশ গ্রহনকারী সাধারণ শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে জানান বিকাল ৫ টার ভিতরে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে কারখানার সকল সাধারণ শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে কর্মসূচী গ্রহন করতে বাধ্য হবে শ্রমিকগন।      

এই বিভাগের অন্যান্য খবর