Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

৮ম জাতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধন ২৩ জানুয়ারি সংগঠন

৮ম জাতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধন ২৩ জানুয়ারি

বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে ২২- ২৭ জানুয়ারি ২০১৬ পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পুরীতে দেশের সকল উপজেলা থেকে ৮,০০০ জন কাব স্কাউট ও কর্মকর্তা অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে ক্যাম্পুরী ময়দানে কাব স্কাউট ও কর্মকর্তাগণ আসতে শুরু করেছেন। ক্যাম্পুরী হচ্ছে কাব স্কাউটদের জন্য সবচেয়ে বড় শিক্ষামূলক সমাবেশ ও মিলনমেলা। ক্যাম্পুরী থেকে অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে অংশগ্রহণকারী কাব স্কাউটরা আত্ম-প্রত্যয়ী হয়ে সমাজ ও দেশ গঠনে উল্লে¬খযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে। 

২৩ জানুয়ারি, ২০১৬ শনিবার, সকাল ১০.৩০ ঘটিকায়  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র , মৌচাক, গাজীপুরে অনুষ্ঠেয় ক্যাম্পুরীর শুভ উদ্বোধন ঘোষণা করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। মাননীয় শিল্প মন্ত্রী, জনাব আমির হোসেন আমু এবং মহিলা ও শিশু বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী, বেগম মেহের আফরোজ বিশেষ অতিথি হিসেবে ক্যাম্পুরী ময়দানে উপস্থিত থাকবেন। 

ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন গণভবন, ঢাকা এবং মৌচাক,  গাজীপুর থেকে একযোগে সরাসরি সম্প্রচার করবে। 

এই বিভাগের অন্যান্য খবর