Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

৮ম বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষকরা অন্তর্ভুক্ত না হলে স্কুলে তালা ঝিনাইদহ

৮ম বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষকরা অন্তর্ভুক্ত না হলে স্কুলে তালা

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন, বাড়িভাড়া, চিকিৎসাভাতা,  ২০১০ প্রণীত শিক্ষানীতি দ্রুত বাস্তবায়ন, চাকুরীর বয়স ৬৫ বছরে উন্নীত করাসহ ইনক্রিমেন্ট প্রদানের দাবি পুরণ না হলে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়াসহ বিভিন্ন কর্মসূচীর ঘোষনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। 

সোমবার সকালে ঝিনাইদহ পোষ্ট অফিস মোড়ে অনুষ্ঠিত মানব বন্ধনে এ কর্মসূচীর ঘোষনা দেয় সংগঠনটির নেতারা। বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা আব্দুল মোমিন, প্রভাষক কামাল হোসেন, আলীকদর, আলমগীর হোসেন, রেজাউল ইসলাম, সালেহা বেগম, ফরিদা বেগম, আব্দুলগনি, আলী আকবর, আবুবকর সিদ্দিক, আব্দুস সাত্তার, কানু গোপাল মজুমদার, রেজাউল করিম প্রমূখ নেতৃবৃন্দ। অতীতে যতবার জাতীয় বেতন কাঠামো ঘোষনা করা হয়েছে, ততবারই শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদান করা হয়েছে। 

উল্লে­খিত দাবীসমূহ বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনার কথা জানান নেতৃবৃন্দ।