Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে

ছাতকে সীমান্তিকের পালা গান বিনোদনসুনামগঞ্জ

ছাতকে সীমান্তিকের পালা গান

সুনামগঞ্জের ছাতকে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে বেসরকারী সংস্থা সীমান্তিক নতুন দিন প্রকল্পের উদ্যোগে কবির পালা গান অনুষ্ঠিত হয়েছে। বয়ঃসন্দিকালীন স^াস্থ্য বিষয়ক কিছু প্রয়োজনীয় কথাকে পালা গানের মাধ্যমে দর্শকদের মধ্যে ফুটিতে তোলা হয় শিল্পীর গানে গানে। অবহেলিত দরিদ্র জনগোষ্ঠির সচেতনতার লক্ষ্যে মা ও শিশু মৃত্যর হার কমিয়ে আনতে ইউএসএইড ও এসএমসির অর্থায়নে গ্রামীন সেবা বঞ্চিতদের জমায়েত করে এসব পালাগানের আয়োজন করা হয়। 

সীমান্তিক নতুন দিন প্রকল্পের জেলা প্রধান আলমগীর হোসেনের পরিচালনায় উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন, চরমহল­া ইউনিয়নের কামার খাল, খুরমা দক্ষিণ ইউনিয়নের চেচান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের জগন্নাথপুর ও কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামে কবির লড়াই পালা গান গুলো দর্শকদের মুখরিত করে তোলে। এ ছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের চানপুর এবং দক্ষিণ বাধাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামেও পালা গান অনুষ্ঠিত হয়।