Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ছাতক উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা নারী ও শিশুসুনামগঞ্জ

ছাতক উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা

সুনামগঞ্জের ছাতক উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্তরে এক মত বিনিময় ও অবহিতকরণ সভায় ছাতক উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রদান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোঃ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এমরান খান, ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, সুন্দর আলী, সুনামগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন প্রমুখ। 

অনুষ্ঠানের আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এর আগে একটি বর্ণ্যাট র‌্যালী মহসিন ফিল্ড হতে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।