Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

কুমিল্লায় ভয়াবহ অগ্নিকান্ড কুমিল্লা

কুমিল্লায় ভয়াবহ অগ্নিকান্ড

কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকান্ড ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকান্ডে ফ্রিজের ২টি দোকানসহ ৮টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সৌদিয়া রেফ্রিজারেটরের মালিকের জামাই মো.সাদ্দাম হোসেন (২৬)সহ ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি চারজন দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরীপুর বাজারে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর জোনাল অফিসের সামনে সৌদিয়া রেফ্রিজারেটরের দোকানে বিদ্যুতর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। এতে মো. সাদ্দাম হোসেনসহ ১০ জন দগ্ধ হন। খবর পেয়ে দাউদকান্দি ও হোমনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, দাউদকান্দি মডেল থানা পুলিশ ও গৌরীপুর ফাঁড়ি পুলিশ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, রাতেই দগ্ধ সাদ্দাম হোসেনের মায়ের হাতে কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নগদ ২০ হাজার টাকা এবং কুমিল্লা পুলিশ সুপারের পক্ষে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কাজী শামীম হোসেন  জানান, অগ্নিকান্ডে দগ্ধ ৯ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।