Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

বাকেরগঞ্জে সন্ত্রাসী সেলিম বিশ্বাস এর নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলে ব্যর্থ হয়ে চাঁদাবাজি’র মামলা দায়ের বরিশাল

বাকেরগঞ্জে সন্ত্রাসী সেলিম বিশ্বাস এর নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলে ব্যর্থ হয়ে চাঁদাবাজি’র মামলা দায়ের

বাকেরগঞ্জে সন্ত্রাসী সেলিম বিশ্বাসের বাহিনী সংখ্যালঘু স¤প্রদায়ের জমিতে  জোরপূর্বক ঘর উত্তোলন করতে গেলে স্থানীয় জনতার বাধার মুখে প্রতিহত হলে উল্টো সংখ্যালঘু  স¤প্রদায়কে হয়রানী করার উদ্দেশ্যে চাঁদাবাজি মামলা করেছে। গত ১৩ জুন বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খাজুরা ভরপাশা গ্রামের দুলাল মাস্টার এর পূর্ব পুরুষের ভোগদখলিয় নিজস্ব জমিতে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাজ রোপন করে।

উক্ত জমিতে পার্শ্ববর্তী সন্ত্রাসী সেলিম বিশ্বাস এর নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ফলজ ও বনজ  গাছ কেটে উক্ত স্থানে জোরপূর্বক ঘর উত্তোলন করতে গেলে প্রথম জমির মালিক বাধা দিতে গেলে সেলিম বিশ্বাসের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদেরকে পিটিয়ে আহত করে জমি থেকে তারিয়ে দেয়।  এ ঘটনা টের পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকন, ইউপি সদস্য কালাম জোমাদ্দার এবং পার্শ্ববর্তী পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার হারুনসহ স্থানীয় লোকজন ঘর তুলতে বাধা দিতে গেলে  তাদের মধ্যে অর্ধ ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে সংখ্যালঘু পরিবারসহ প্রায় ১০ জন আহত হয়। এদিকে বাকেরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসী সেলিম বিশ্বাস ও তার বাহিনী পালিয়ে যায়। তখন এলাকার বিক্ষুদ্ধ জনগন সেলিম বিশ্বাসের ঘর তুলতে আনা মালামাল শ্রীমন্ত নদীতে ফেলে দেয়। এতে সেলিম বিশ্বাস সংখ্যালঘু পরিবারের দুলাল মাস্টার, রতন শীল, দিলিপ শীলসহ প্রতিবাদকারী বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেব লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আরিফুর রহমান চুন্নু ও তথ্য বিষয়ক সম্পাদক পরিতোষ দাস সহ ৬ জনকে আসামী করে  ১৫ জুন ২০১৫ বাকেরগঞ্জ ম্যাজিস্ট্রেট  আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। যার এমপিও নং- ১৭২/১৫। সন্ত্রাসী সেলিম বিশ্বাস মামলা কেরই খ্যান্ত হন নাই। সংখ্যলঘু পরিবারটিকে দেশ ছাড়াকরাসহ বাড়ী ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি  দেখাচ্ছে। বর্তমানে ঐ পরিবারটি ভিশন আতঙ্কের মধ্যে দিন জাপন করছে। এ ব্যাপারে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা চেয়েছেন আতঙ্কগ্রস্থ পরিবারটি।