Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

বরিশালে পরিবেশবাদী সংগঠন বেলা’র দিনব্যাপি কর্মসূচী অনুষ্ঠিত বরিশাল

বরিশালে পরিবেশবাদী সংগঠন বেলা’র দিনব্যাপি কর্মসূচী অনুষ্ঠিত

পরিবেশবাদী সংগঠন বেলার উদ্দ্যোগে বরিশাল বি ডি এস হলরুমে মঙ্গলবার সকাল ১১টায় এডাব বরিশাল অঞ্চলের সভাপতি রনজিৎ দত্তের সভাপতিত্বে কনসালটেটিভ মিটিং উইথ স্টাটেজিক ইনটারেষ্ট গ্র“পস্ কর্মসূটির সভা অনুষ্টিত হয়। কর্মসূচিতে বেলা বরিশাল বিভাগের ৬টি জেলার নেট মেম্বরগণ অংশ গ্রহণ করেন ৬ জেলার সদস্যদের ৬টি গ্র“পে বিভক্ত করে স্থানীয় সমস্যা চিহ্নিত করা হয় এবং সে অনুযায়ী ১টি বার্ষিক কর্মপরিচালনার ১টি খসরা প্রস্তুত করা হয়। স্থানীয় সমস্যাগুলোর মধ্যে নদী, খাল, পুকুর, দখল ও ভরাট, শহরের মধ্যে ক্যামিক্যাল ইন্ডাষ্ট্রিজ, ইটের ভাটায় গাছ পোড়ানো এবং অপরিকল্পিত বর্জ ব্যবস্থাপনা খাদ্যে ভেজাল বিষয়গুলোকে চিহ্নিত করে ২০১৫-১৬ সালের কর্মসূচির খসরা প্রণয়ন করা হয় এবং নেট মেম্বর ও অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনা করেন বেলার ঢাকা প্রতিনিধি এ.এস.এম মামুন, বরিশাল বিভাগীয় সম্বন্বয়কারী লিংকন বায়েন। এছাড়া ইস্যু ভিত্তিক সমস্যার উপর আলোচনা করেন পরিবেশ উন্নয়ন নেটওয়ার্কের সদস্য সচিব জাকির হোসেন তালুকদার, এডাব বরিশাল বিভাগীয় সম্বন্বয়কারী কে.এম জাহাঙ্গীর আলম, ম্যাপ বরিশালের নির্বাহী পরিচালক সুভঙ্কর চক্রবর্তী বি.এফ.ডি.এস’র নির্বাহী পরিচালক ফারায়েজী মোঃ শাহ জালাল, পি.ডি.এস এর নির্বাহী পরিচালক মোঃ কাওসার হোসেন হাওলাদার, প্রাইম’র নির্বাহী পরিচালক আহসান মুরাদ চৌধুরী, ইয়েস বাংলাদেশের পরিচালক ইসহাক আলী মিজান, ডেইলী স্টার পত্রিকার ফটো সাংবাদিক আরিফুর রহমান সহ বেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।