Opu Hasnat

আজ ১৯ ফেব্রুয়ারী বুধবার ২০২০,

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ টাঙ্গাইল

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। 

শনিবার ভোরে ঘন কুয়াশার কারণে পৃথক পৃথক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভানে হতাহতের পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আখেরুজ্জামান জানান, পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহি বাস বঙ্গবন্ধু ব্রীজের উপর দাড়িয়ে থাকা গরুভর্তি একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ঘনকুয়াশার কারনে দেখতে না পেয়ে অন্য পাঁচটি ট্রাক একের পর এক পেছন থেকে ধাক্কা দেয়। এতে বিভিন্ন যানবাহনের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত ও বাসের ১৯ যাত্রী আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ সদস হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এদের মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এদিকে এ দুর্ঘটনা দেখে ব্রীজের অপর লেনে দাড়িয়ে থাকা একটি এম্বুলেন্সকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। 

অপরদিকে টাঙ্গাইল সদর উপজেলার বৈল­া এডভোকেট আয়ুক আলীর বাড়ি সংলগ্ন এলাকায় মাটি ভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি নিহত হয়। শনিবার সকাল ১১টায় অজ্ঞাত ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়।