Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মো. জহিরুল হুসাইন খান এর কবিতা ‘আজও সেই অপেক্ষায়’ শিল্প ও সাহিত্য

মো. জহিরুল হুসাইন খান এর কবিতা ‘আজও সেই অপেক্ষায়’

তুমি আছো আজ বহু দূরে, আমি সুপ্ত কামনাকে সঙ্গী করে
আছি একা একা শুয়ে, তোমার হৃদয় জয়ে,
ভাবনায় কত কি ভাবি, তোমার ছবি আঁকি
তুলির প্রতিটি আঁচড়ে, আমার হৃদয় যায় ছুঁয়ে।
 
একটি মুহূর্তও কাটেনা  তোমাকে বি-না
ঘর্মাক্ত বদনে কামাসক্ত ঘ্রাণে,
তোমার দেহের স্পর্শকাতর প্রতিটি স্থানে   
নেশার মত আমাকে টানে ।
 
কখনও বা ইচ্ছে করে, লাল কাতান শাড়ির অন্তরালে
যা রেখেছ লুকিয়ে সযতনে,
হাতের পরশে নিবির আবেশে উত্তপ্ত করে
না পাওয়ার স্বাদ আহরি প্রতিটিক্ষনে।
 
আজও সেই অপেক্ষায় একে একে কত রজনী ফিরে যায়
অবচেতন মোহের ঘোরে, সেই স্থানে আছি দাঁড়িয়ে ,
তুমি আসবে ভালবাসবে, বুকে নেবে টেনে
এমনি এক আত্মবিশ্বাসে আছি জড়িয়ে ।