Opu Hasnat

আজ ২৬ মে মঙ্গলবার ২০২০,

ছাতকে মুক্তিযোদ্ধা ফয়াজ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মুক্তিবার্তাসুনামগঞ্জ

ছাতকে মুক্তিযোদ্ধা ফয়াজ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ছাতকের মুক্তিযোদ্ধা ফয়াজ আলী আর নেই। উপজেলার ইসলামপুর ইউনিয়নের জোড়াপানি গ্রামের মৃত আজর আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ফয়াজ আলী (৭৫) সোমবার রাত ১০ টায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাহরাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে দূরারোগ্যে ভূগছিলেন। মৃত্যু কালে তার স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মঙ্গলবার যোহরের নামাজের পর জোড়াপানি জামে মসজিদ প্রাঙ্গনে উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের নেতৃত্বে ও ছাতক থানার এএসআই আবুল কাশেমের পুলিশ দলের শেষ শ্রদ্ধা রাষ্ট্রীয় ছালাম প্রদর্শনের পর জানাযায় ইমামতি করেন তার ভাতিজা মাহবুব আলম রাসেল।

মুক্তিযোদ্ধা ফয়াজ আলীর জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি, আব্দুল কাইয়ূম, রইছ আলী, মনোহর আলী, মনফর আলী, বিশিষ্ট মুরব্বী আনোয়ার খাঁন মখন, আমির আলী, রমজান আলী, তেরাব আলী, মুক্তিযোদ্ধা ফয়াজ আলীর ছেলে আফতাব আলী, ফিরোজ আলী, আব্দুল আলী, সুরুজ আলী  সহ স্থানীয় অসংখ্য মুসল্লীগন জানাযায় অংশগ্রহন করেন।