Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

সরকারকে বাধ্য হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দিতে গাইবান্ধা

সরকারকে বাধ্য হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দিতে

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারই প্রথম রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহনে দলীয় প্রতিক নিয়ে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণেই আমরা অংশ গ্রহণ করছি আমাদের দলীয় প্রতিক নিয়ে।  আমরা যে আন্দোলন শুরু করেছি সে আন্দোলনেরই একটি পর্যায় হচ্ছে পৌরসভা নির্বাচন। এ আন্দোলনকে বেগবান করতেই বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে। সমগ্র বাংলাদেশে পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এবং এ সরকারকে বাধ্য হতে হবে অতি দ্রুত একটি  নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দিতে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল সন্ধ্যায় চারমাথা মোড়ে পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ফারুক আহমেদ মামলাজনিত কারনে নির্বাচনী মাঠে অনুপস্থিত থাকায় তার স্ত্রী পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা মঞ্জুরী মোর্শেদা’র হাতে এক গুচ্ছ ধানের শীষ তুলেদেন। 

গোবিন্দগঞ্জ থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রেজানুল হাবীব রফিকের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আলতাব হোসেন পাতার পরিচালনায় আরও বক্তব্য রাখেন  বিএনপি মনোনিত মেয়র প্রার্থী পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদের স্ত্রী পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা মঞ্জুরী মোর্শেদা। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান চৌধুরী ডিউক, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন রাজু সহ থানা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাবেকদল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।