Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০ বাগেরহাট

বাগেরহাটে যাত্রীবাহী বাস  উল্টে নিহত ১, আহত ১০

বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে রেজাউল করিম খান (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলা বাবুরবাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি। নিহত রেজাউল করিম খান (৪৫) বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের চান্দা খানের ছেলে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। 

বাগেরহাট মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান ফরাজি জানান, খুলনা থেকে বাগেরহাটের মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় পৌছে সড়কের পাশে থাকা পাথরের উপর উঠে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রেজাউল করিম নামে এক যাত্রী নিহত এবং অন্তত ১০ যাত্রী কম বেশি আহত হন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।

এই বিভাগের অন্যান্য খবর