Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

বীর মুক্তিযোদ্ধা মোঃ মালেকুজ্জামান (মালেক) এর কবিতা ‘বিজয়ের শপথ’ শিল্প ও সাহিত্যমাদারীপুর

বীর মুক্তিযোদ্ধা মোঃ মালেকুজ্জামান (মালেক) এর কবিতা ‘বিজয়ের শপথ’

 ১৬ই ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর,

বাংলাদেশের বিজয় দিবস আজি, মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস আজি-

তারি স্মরনে সবাই বলি-

আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর।

 

আসুন আজ আমরা সবাই মিলে,

একা একা না ভাই দলে দলে

শপথ নেই আজ আমরা, দেশটি গড়ার,

রাখবো না এদেশে আর অন্ধকার।

আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর।

 

মা-বোনদের ইজ্জত যারা লুটেছে

এদেশের ঘর, বাড়ী, গাড়ী সম্পদ আগুনে যারা পোড়াইয়াছে

সেই অপরাধীদের বিচার এ দেশে হবেই হবে শতবার, শতবার, শতবার।

আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর।

 

ত্রিশ লক্ষ শহীদের রক্তে আর দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে পেয়েছি মোড়া স্বাধীনতা,

বিশ্বের মাঝে উড্ডায়ন আজ স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা।

 শহিদদের রক্তের কথা, মা বোনদের ইজ্জতের কথা আর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা

প্রজন্ম থেকে প্রজন্মেরা ভুলবোনা কখনো কভুআর, কভুআর, কভুআর।

আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর।

 

আছেন যত বাংলাদেশে মুক্তিযোদ্ধা, জ্ঞানীগুণি, কৃষক-শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী

আর যত সেনা সকল,-

আসুন আজ সবে মিলে আমরা হই যে সামাল,

শপথ নেই আজ আমরা দেশটি গড়ার,

স্বপ্ন পূরণ করিব বঙ্গবন্ধুর সোনার বাংলার, সোনার বাংলার, সোনার বাংলার।

আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর।

শহীদ হইয়াছেন আর ইজ্জত দিয়াছেন যারা এদেশের স্বাধীনতার লাগিয়া

সেই স্মৃতির কথা মনে পড়লে শরীর উঠে আজ শিহরিয়া।

মনের দুঃখ মনে নিয়া, বুকের ব্যাথা বুকে নিয়া

হইলেন তাঁরা পরোপার, পরোপার, পরোপার।

আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর।

 

আসুন দোয়া করি শহীদদের জন্য সকলে দু’হাত তুলিয়া,

বেহেশতবাসী করেন যেন বিধাতা তাঁদের এই আশা মনে করিয়া।

বাঙালি জাতির হৃদয়ের মাঝে থাকবেন তাঁরা

আজীবন ভর, আজীবন ভর, আজীবন ভর।

আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর।