Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় নারী নিহত নেত্রকোনা

দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় হাজেরা খাতুন (৫০) এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমানের স্ত্রী। শুক্রবার দুপুরে ঝানজাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ-সময় ঘাতক ট্রাকটিকে আটক করে স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে গ্রামের বাড়ি থেকে অটোরিক্সা করে নিজ বাসায় ফিরছিলেন হাজেরা খাতুন। অটো থেকে বাসার সামনে নেমে রাস্তা পার হওয়ার সময় বালু বাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যান। এ ঘটনায় স্থানীয়রা সড়কে অবস্থান নিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, ট্রাকচাপায় একজন নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা সড়কে অবস্থান নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনী কার্যক্রম চলমান রয়েছে।