Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

চাঁদপুরে পন্যের দাম বেশি নেয়ায় ভোক্তা অধিকারে জরিমানা চাঁদপুর

চাঁদপুরে পন্যের দাম বেশি নেয়ায় ভোক্তা অধিকারে জরিমানা

চাঁদপুর সদরের কালিবাড়ি রেললাইন সংলগ্ন ভুঁইয়া বিগ বাজার এর বিরুদ্ধে পণ্যের দাম বেশি রাখা সংক্রান্ত লিখিত অভিযোগের (প্রমাণসহ) ভিত্তিতে মঙ্গলবার (১৯/৯/২৩) শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে অভিযোগটি সত্য প্রমাণিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।এবং আরোপিত জরিমানার ২৫ শতাংশ অর্থ ভোক্তাকে তাৎক্ষণিকভাবে প্রদান করা হল।