পাইকগাছায় ১ মাসে ১৬ ডেঙ্গু রুগী সনাক্ত, ১ জনের মৃত্যু খুলনা / 
পাইকগাছায় শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মফিজুল নামে এক ডেঙ্গু রুগী ভর্তি হয়েছে। এ নিয়ে গত এক মাসে ১৬ জন ডেঙ্গু রুগী সনাক্ত ও এক জনের মৃত্যু হয়েছে। গত ১৫ আগষ্ট হত ৯ সেপ্টেম্বর পর্যন্ত পাইকগাছা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয়েছে ৫০ জন। তার ভিতর ১৬ জন রুগী ডেঙ্গু সনাক্ত হয়েছেন। ডেঙ্গু রোগে সনাক্তরা হলেন, গত ১৬ আগষ্ট গদাইপুর গ্রামের গীতা রানী (৭০) নামে এক নারী ভর্তি হয় হাসপাতালে। সে ২৩ অক্টোবর মারা যায়।
ডেঙ্গু আক্রান্ত অন্যরা হলেন, উপজেলার রেজাকপুর গ্রামের জামেলা বেগম (৫৫), মটবাটি গ্রামের মামুন (৩০), মালথ গ্রামের জাহিন (৭), জাবিন (১২), চাঁদখালী গ্রামের আমির আলী (২০), ভ্যকটমারী গ্রামের শারমীন (২২), বেতবুনিয়া গ্রামের জয়নাব (৩৪), রহিমপুর গ্রামের সাকিব (২০), লতিফা (৩৭), শিলেমানপুর গ্রামের আহাদ আলী (৪০), রেজাকপুর গ্রামের মফিজুল (৩৫), কাটিপাড়া গ্রামের মতিয়ার (২০), লস্কর গ্রামের মিজানুর (৪৮), সুভদ্রা (৮০), গড়ুইখালী গ্রামের আবু তাহের (৩০)। তারা উন্নত চিকিৎসার জন্য খুলনায় চলে গেছে, অনেকেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি গেছে।
পাকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতীষ চন্দ্র গোলদার জানান, জ্বর নিয়ে ভর্তি হলে তাকে ডেঙ্গু পরিক্ষা করা হচ্ছে। যাদের ডেঙ্গুরোগ সনাক্ত হচ্ছে তাদেরকে আলাদা ওয়ার্ডে সেবা দেয়া হচ্ছে। বর্তমানে মফিজুল নামে এক ব্যক্তি ভর্তি রয়েছে।