মাগুরায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে পুলিশ সদস্য সহ আহত ২০ মাগুরা / 
মাগুরা মহম্মদপুরে বিএনপি'র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের উদ্দেশ্য আসার সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। পরে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে ।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হওয়ার কথা ছিল। সে উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জড়ো হতে থাকে। পরে উপজেলা হাসপাতাল রোডের জামে মসজিদ এলাকা দিয়ে একটি মিছিল মধ্য বাজারে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় বি এন পির নেতা-কর্মিরা পুলিশের ১টি পিকআপ, ৩টি মটরসাইকেল ও কয়েকটি দোকান ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে । সংঘর্ষস্থল থেকে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ । এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পুলিশের এএসআই ফারুক, এএসআই আজিবর ও উজ্জ্বল নামের এক বিএনপি কর্মী মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির সমাবেশে নেতর্মীরা মিছিল নিয়ে আসার সময় পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের গাড়ী ভাংচুর করে। এব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।