Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

নগরকান্দায় ডাবের দাম লাগামহীন, ডেঙ্গু রোগীর স্বজনসহ ক্রেতারা বিপাকে ফরিদপুর

নগরকান্দায় ডাবের দাম লাগামহীন, ডেঙ্গু রোগীর স্বজনসহ ক্রেতারা বিপাকে

ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে হুট করেই  ফরিদপুরের নগরকান্দার বিভিন্ন বাজারে ডাবের দাম  লাগামহীন ভাবে  বেড়ে যাওয়ায় ডেঙ্গু রোগীর স্বজন সহ ক্রেতারা বিপাকে ।  ৫০ থেকে ৬০ টাকা দামে বিক্রি হওয়া ডাব  বর্তমানে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা দরে।

ভোক্তাদের অভিযোগ ডেঙ্গুর  প্রকোপ বাড়ায় অসাধু ব্যবসায়ীরা ডাবের দাম বাড়িয়ে দিয়েছেন। এদিকে ডাবের দাম নিয়ন্ত্রণে অভিযান চালানোর কথা বলছে  প্রশাসন। দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে নগরকান্দার বাজারে বেড়েছে  খুচরা পর্যায়ে ডাবের দাম। 

খুচরা পর্যায়ে এক একটি ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা দরে। যা কিছুদিন আগেও বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা দরে। দেশে চলমান ডেঙ্গু  পরিস্থিতিকে পুঁজি করে ডাবের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। বাজার নিয়ন্ত্রনের দাবি তাদের। 

এদিকে বিক্রেতারা বলছে চাহিদা অনুযায়ী  যোগান না থাকায়  বেশি দাম দিয়ে ডাব কিনতে হচ্ছে তাদের।তবে সাংবাদিকদের ক্যামেরা দেখে বেশিদামে ডাব বিক্রির বিষয়গুলো অস্বীকার করছেন  বিক্রেতারা।

এদিকে ডাবের দাম নিয়ন্ত্রনে  শিগগিরই অভিযান চালানো হবে বলে জানালেন নগরকান্দা  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।