Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

সিলেটে আবারও ভূমিকম্প! জাতীয়

সিলেটে আবারও ভূমিকম্প!

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। 

সিলেটে কম্পনের স্থায়িত্ব ছিল অল্প সময়। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ফলে কম্পন বেশি অনুভূত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় ও শিলংয়ের কিছু এলাকাতে, ভুটান এবং মিয়ানমারে ভূমিকম্প অনুভূত হয়। 

সিলেট নগরীর বাসিন্দারা বলছেন, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের কারণে নগরবাসীর মনে আতঙ্ক দেখা দেয়। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষিতর কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটের দিকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। সে সময় রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।