Opu Hasnat

আজ ৪ ডিসেম্বর সোমবার ২০২৩,

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী ও পথসভা রাজবাড়ী

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী ও পথসভা

রাজবাড়ীতে ডেঙ্গু রোগের প্রতিরোধমূলক জনসচেতনতা র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোামবার দুপুরে রাজবাড়ীর আজাদী ময়দান এলাকা থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী বের  করে স্বেচ্ছাসেবী সংগঠন মুসুল্লী ফাউন্ডেশন।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক জেলা প্রশাসকের কার্যালয় চত্তর ও বাজার প্রদক্ষিন শেষে পুনরায় আজাদী ময়দানে এসে শেষ হয়।

এ সময় আজাদী ময়দানে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মুসুল্লী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মূলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মুসুল্লী।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সারাদশে ডেঙ্গু মহামারিতে রুপ নিচ্ছে। তাই সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও রাজনৈতিক ব্যাক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। মুসুল্লী ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজবাড়ীর ডেঙ্গু রোগীদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।