রূপগঞ্জে বিএসটিআই’র অভিযানে মশার কয়েল কোম্পানীকে জরিমানা নারায়ণগঞ্জ / 
সোমবার (২১ আগস্ট) নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের তারাব এলাকায় এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য মশার কয়েল ‘ব্রান্ড চ্যাম্পিয়ন, লাল মোরগ, তুলসী পাতা ও নিম পাতা’ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে মেসার্স খান কেমিক্যাল কোং-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মাত্র এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’ অনুসারে ২০,০০০/- টাকা সহ সর্বমোট ৭০,০০০/- টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।