Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন রাজবাড়ী

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকীম এমপি, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মিিহলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, এ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করে।

এর আগে সকাল সাড়ে ৮ টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা অর্ধনমিতকরন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতাকর্মীরা। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।