Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধকল্পে এডিস মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু মাগুরা

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধকল্পে এডিস মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

‘এডিস নির্মূলে সোচ্চার হই, দায়িত্বশীল নাগরিক হই’ এই প্রতিপাদ্য বাস্তবায়নে আজ মাগুরায় ডেঙ্গু প্রতিরোধকল্পে এডিস মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মাগুরা পৌরসভার আয়োজনে এডিস মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 

পরিচ্ছন্নতা অভিযানে জনসাধারনের মাঝে লিফলেট বিতরন, ডেঙ্গু প্রতিরোধকল্পে এডিস মশক নিধনে ঔষধ স্প্রে, ফগারগান স্প্রে, বিভিন্ন যায়গায় জমে থাকা পানি পরিস্কার ও ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। এডিস মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ শহিদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ আফজালুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ। 

পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার বিভিন্ন শ্রেনী পেশার কর্মকর্তা, কর্মচারী ও জনসাধারনগন উপস্থিত ছিলেন এবং ডেঙ্গু প্রতিরোধকল্পে সবাইকে সচেতন হওয়ার আহব্বান জানান।