শালিখায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মাগুরা / 
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী মাগুরা জেলার শালিখা উপজেলায় গতকাল নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে শালিখা উপজেলা আওয়ামীলীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, দোয়াপাঠ ও মোনাজাত এবং বিকালে কেককেটে সংসদ সদস্য. ড. বীরেন শিকদার এর নেতৃত্বে বন্যার্ঢ্য র্যালী বের করে শালিখার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীর আগে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করে।
সংসদ সদস্য ড. বীরেন শিকদার আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন। শালিখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শ্যামল কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোটেক কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিরমল চ্যাটার্জি, স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তাগন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তৃতা করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।