পাইকগাছায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনা / 
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এড. সোহরাব হোসেন সানা, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইন্জিনিয়ার মাহাবুব আলম।
বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধু,যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন, প্রভাষক মইনুল ইসলাম, যুবনেতা এস,এম, রেজাউল হক, একরামুল হক,এম,এম, আজিজুল হাকিম,পৌর ছাত্রলীগের রায়হান পারভেজ রনি প্রমুখ ।
অনুরূপভাবে লস্কর ইউনিয়ন আওয়ামী লীগ লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে বিভূতি ভূষণ সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন।