Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

কোদালের আঘাতে হুইল চেয়ারে বসা বৃদ্ধা খুন কুমিল্লা

কোদালের আঘাতে হুইল চেয়ারে বসা বৃদ্ধা খুন

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়  বাড়ির বাইরে হুইলচেয়ারে করে ঘুরছিলেন আমির হোসেন (৭৫)। এ সময় বি এম ওসমান গনি নাছিম নামের এক ব্যক্তি পেছন থেকে এসে কোদাল দিয়ে একাধিকবার আঘাত করলে বৃদ্ধ আমির হোসেন মৃত্যুর অভিযোগ ওঠে। মঙ্গলবার ভোরে দাউদকান্দি উপজেলার টামটা গ্রামে এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনার ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলাকারী নাছিম ওই বৃদ্ধের প্রতিবেশী। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করে ইলিয়টগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ সেখান থেকে নিহত আমিরের লাশ উদ্ধার করে। জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমির হোসেন ও প্রতিবেশী ওসমান গনির বিরোধ চলছিল। তারা মামাতো-ফুফাতো ভাই। এ বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, আমির হোসেন হাঁটতে পারতেন না। তিনি হুইলচেয়ারে করে চলাফেরা করতেন। সকালে তিনি বাড়ির পাশে একা ঘোরাফেরা করছিলেন। এ সময় আমিরকে একা পেয়ে তার মামাতো ভাই  কোদাল দিয়ে এলোপাতাড়িভাবে কোপান। আমিরের চিৎকার-চেঁচামেচিতে গ্রামের কিছু লোক ঘটনাস্থলে জড়ো হন। অবস্থা বেগতিক বুঝে ওসমান গনি এবং তার ভাই ও ছেলেরা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজন তাদের বাঁধা দেয়।

এক পর্যায়ে দুই পক্ষের ধস্তাধস্তিতে ওসমান গনি (৫২), তার বড় ছেলে মো. সিয়াম (২৭), ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫), প্রতিবেশী যুবক শরীফ হোসেন (২৪) ও মো. মহিউদ্দিন (২৫) আহত হন। পরে পুলিশ তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসা শেষে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে ওসমান গনি ও তাদের পরিবারের লোকজনদের পালাতে বাঁধা দিতে গিয়ে গ্রামের হাবিবুর রহমান (২৯) নামের আরো একজন আহত হন। হাবিবুরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. মোশারফ হোসেন বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আমি খুনির সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার ওসি মুহম্মদ আলমগীর ভূঞা বলেন, ‘নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তসহ গ্রামের পাঁচ বাসিন্দাকে থানায় আনা হয়েছে। জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।