Opu Hasnat

আজ ২৪ সেপ্টেম্বর রবিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

‘সুন্দর অতিথি এসো এসো’ শীর্ষক নজরুল সংগীত উৎসব অনুষ্ঠিত শিল্প ও সাহিত্য

‘সুন্দর অতিথি এসো এসো’ শীর্ষক নজরুল সংগীত উৎসব অনুষ্ঠিত

‘সুন্দর অতিথি এসো এসো’ শীর্ষক নজরুল সংগীত উৎসব হয়ে গেল ১০ জুন’২৩ তারিখ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি'র সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল সংগীত চর্চা, প্রকাশ ও বিকাশ সংক্রান্ত সংগঠন ‘নজরুল সংগীত শিল্পী পরিষদ’ এ প্রাণের উৎসবের আয়োজন করে। 

অনুষ্ঠানে দেশের স্বনামধন্য নজরুল সংগীত শিল্পীগণ নজরুল সংগীত পরিবেশন করেন। শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পরিষদ নেতৃবৃন্দ। এরপর পরিষদের শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনান ‘সুন্দর অতিথি এসো এসো’ ও ‘শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে বাজিছে শঙ্খ ঐ’ শিরোনামের দুটি গান। পরে একক কণ্ঠে নজরুল সংগীতের অমর বাণী ও সুর নিয়ে আসেন গুণী শিল্পীগণ। একে একে পরিবেশন করেন অসাধারণ জনপ্রিয় সব গান। 

পর্যায়ক্রমে নজরুল সংগীত গেয়ে শোনান- সুজিত মোস্তফা, ড. নাশিদ কামাল, শহীদ কবির পলাশ, চম্পা বণিক, ইয়াসমিন মুশতারী, নাসিমা শাহিন ফেন্সী, মুনতারিন মহল, আশিষ কুমার সরকার, রতন কুমার সাহা, রাশেদুল ইসলাম তাপস, পুজন কুমার দাস, সুনীল কুমার সূত্রধর, বদরুন্নেসা ডালিয়া, উত্তম কুমার রায়, তজিরুল ইসলাম, সুচরিতা সুতপা, এম এ কাসেম শেখ, স্বরলিপি করিম, মিরাজ মেহেদী, মনিরা মনি, তসলিমা বেগম নীতা, শ্রাবণ আহমেদ, কিমিয়া জোয়ার্দার, আব্দুল্লাহ আল হোসেন আলমগীর প্রমুখ।