Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

দুর্গাপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ নেত্রকোনা

দুর্গাপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যপি এক তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে তামাক বিরোধী স্লাইড উপস্থাপন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শীতেষ চন্দ্র পাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, নারী নেত্রী লুদিয়া রুমা সাংমা প্রমুখ।

বক্তারা বলেন, তামাকের ধুয়ায় ৭ হাজারেরও বেশী ক্ষতিকর রাসায়নিক রয়েছে যা মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গের মারাত্মক ক্ষতি করে। পরোক্ষ ধুমপানের ফলে শিশু ও নারীদের মারাত্মক ক্ষতি হয়। মাদক সেবনের কারণে বিশ্বে প্রতি বছর ৮০ লাখ মানুষ মারা যাচ্ছে যার মধ্যে অধুমপায়ি নারী ও শিশুর সংখ্যা প্রায় ১২ লাখ। তামাকের ব্যবহার, নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নসহ তামাকমুক্ত সমাজ গঠনে সকলের দায়িত্বপূর্ণ ভুমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।