Opu Hasnat

আজ ২৪ সেপ্টেম্বর রবিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার খুলনা

পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু , লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতীশ চন্দ্র গোলদার, পাইকগাছা সরকারী কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। 

উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রন্জন সাহা, আমার বাড়ী আমার খামার উপজেলা কর্মকর্তা শুব্রত কুমার, সহকারী শিক্ষা অফিসার আছাদুজ্জামান, সাংবাদিক আলাউদ্দীন রাজা, ষোল আনা ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, পরিচালক হাবিবুর রহমান মুসা উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, সাংবাদিক, সুধিজন ।