Opu Hasnat

আজ ১ অক্টোবর রবিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত! সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত!

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুলতান প্রামানিক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান প্রামানিক চর আঙ্গারু গ্রামের মৃত ফয়জাল প্রামানিকের ছেলে।

কায়েমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু এ তথ্য নিশ্চিত করে বলেন, সুলতান প্রামানিক অত্যন্ত দরিদ্র কৃষি শ্রমিক। শনিবার সকালে অন্যান্য দিনমজুরদের সাথে তিনি এক কৃষকের জমির ধান কাটতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই  মারা যান। তবে বাকীরা সুস্থ আছেন বলে জানিয়েছেন।