Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

রাজবাড়ীর বানিবহে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ রাজবাড়ী

রাজবাড়ীর বানিবহে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সৈয়দ পাচুরিয়া গ্রামে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল  হক বিশ্বাস, কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজবাড়ীর উপ-পরিচালক আবুল কালাম আজাদ, রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি নুরজাহান আক্তার সাথী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান প্রমুখ।

পরে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় স্থাপিত বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন করে জেলা প্রশাসক আবু কায়সার খান।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, খাদ্যে দেশকে স্বয়ং সম্পন্ন করতে সরকার নতুন নতুন প্রযুক্তিযুক্ত করেছে। কৃষকদের প্রশিক্ষন ও প্রনোদনার আওতায় আনা হয়েছে। সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সৈয়দ পাচুরিয়া গ্রামে ৫০ একর জমিতে প্রদর্শনীর মাধ্যমে ধান রোপন করা হয়েছিল। যা কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কর্তন শুরু হলো। পর্যায়ক্রমে সব ধান কেটে দেওয়া হবে।